খাগড়াছড়ির রামগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতা, মফিজুর রহমান আর নেই

খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক মো: মোসলেহ উদ্দিন আহমেদ তুহিন এর শ্রদ্ধেয় পিতা, মো: মফিজুর রহমান আর আমাদের মাঝে নেই। এতে গভীর শোক ও বেদনাভারে জানিয়েছেন বিভিন্ন সংগঠন।
তিনি শনিবার (১৭ মে) দুপুর ১২টা ৪০মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১বছর।
একজন সজ্জন, বিনয়ী ও প্রজ্ঞাবান ব্যক্তি হিসেবে এলাকায় তিনি সকলের শ্রদ্ধাভাজন ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, নাতি-নাতনী, গুনগ্রাহীসহ আত্মীয়স্বজন, এলাকাবাসী এবং শুভানুধ্যায়ীরা গভীরভাবে শোকাহত।
শনিবার রাত ১০টায় রামগড় কেন্দ্রীয় কবরস্থান চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এতে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, প্রেস ক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য্য, সহ-সভাপতি মো: জহুরুল আলম, এড. জসিম উদ্দিন, সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, আবাসন সম্পাদক চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহারিয়ার ইউনুছ।
সম্পাদক নিপু, ৯টি উপজেলা প্রেস ক্লাব সভাপতি/সম্পাদক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আব্দুল বাতেন মৃধা, দৈনিক সবুজ পাতার দেশ সম্পাদক মো: জুলহাস উদ্দিনসহ পত্রিকা পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা ও সহমর্মিতা।
আল্লাহ সুবাহানা তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন