খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর পরিদর্শন করলেন স্থলবন্দর কর্তৃপক্ষের টীম

খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলা স্থলবন্দর পরিদর্শন করলেন স্থলবন্দর কর্তৃপক্ষের টীম। দেশের খাগড়াছড়ি পার্বত্যাঞ্চল রামগড় সীমান্ত সংযোগ সড়ক বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ সংলগ্ন “রামগড় স্থলবন্দর” পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়াধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের গঠিত আহবায়ক কমিটির আহবায়ক ও অতিরিক্ত সচিব মো: মুহিদুল ইসলাম ও কমিটির সদস্য বৃন্দ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আহবায়ক কমিটি সদস্যগন রামগড় স্থলবন্দর পরিদর্শনে আসেন। বন্দরের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন এবং বন্দরের অবকাঠামো নির্মাণে সরেজমিন পরিদর্শন করেন। পরে বন্দরের অধিগ্রহণকৃত জমি ও মৈত্রী সেতু-১ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে বিকেল ৩টার দিকে রামগড় আন্তর্জাতিক প্যাসিঞ্জার টার্মিনাল সম্মেলন কক্ষে রামগড় স্থলবন্দরের অংশীজনদের এবং স্থলবন্দর সংশ্লিষ্টদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

সভা শেষে রামগড় স্থলবন্দর বিষয়ে কমিটির আহবায়ক মো: মুহিদুল ইসলাম উপস্থিত স্থানীয় সাংবাদিক ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক, সিএন্ডএফ সকল অংশীজনদেও মতামতকে সর্বোচ্চ গুরুত্বারোপ করে রামগড় স্থলবন্দর বিষয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হবে যা দেশ ও জনগণের জন্য কল্যাণ সাধিত হবে বলে জানান।
পরে মতবিনিময় সভা শেষে বিকেল ৫টায় ফেনীর উদ্দেশ্যে রামগড় ত্যাগ করেন।

জানা গেছে, (২৭ ফেব্রুয়ারি) সকালে বিলোনিয়া স্থলবন্দর পরিদর্শনসহ অংশীদারদের সাথে মতবিনিময় করবেন গঠিত আহবায়ক কমিটি।

এতে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যবস্থাবকের সদস্য ট্রাফিক(যুগ্ম সচিব) মো: শামীম আলম, ফেনী ব্যাটালিয়ন-৪ (বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল মো: মোশারফ হোসেন জি+, ২৪পদাতিক ডিভিশন, সদর দপ্তর, পদাতিক জিএসও-১(অপস) এএফডব্লিওসি লে: কর্ণেল জে. এ. এম. বখতিয়ার উদ্দিন, কাস্টমসের এক্সাইস ও ভ্যাট কমিশনারেট।

যুগ্ম কমিশনার মো: পায়েল পাশা, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপ-সচিব মো: গোলাম কবির, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব শরিফ রায়হান কবির, পররাষ্ট্র মন্ত্রণালয়ের(দক্ষিণ এশিয়া-১) পরিচালক মোহাম্মদ মনোওয়ার মোকাররম, রামগড় ৪৩বিজিবি’র জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ ইমাম হোসেন।

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, ইউএনও মাটিরাঙা ও অতিরিক্ত দায়িত্বে রামগড় ইউএনও মঞ্জুর আলম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব টিনা পাল, রামগড় স্থলবন্দরের পোর্ট ইনচার্জ মোহাম্মদ আমান উল্লাহ, অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় রামগড় স্থলবন্দরের ডেপুটি ইনচার্জ এসএম মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রাখেন রামগড় স্থলবন্দরের ইনচার্জ মোহাম্মদ আমান উল্লাহ।