খাগড়াছড়ির রেড ক্রিসেন্ট ইউনিটের ভোট গ্রহণ করা হয়েছে

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে আন্তজাতিক সংস্থা বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিটের সকাল থেকে বিকেল পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহন সম্পন্ন করা হয়েছে। তিন বছর পর উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ গ্রহণ সম্পন্ন করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভোট গ্রহণ সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত সম্পন্ন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, এডভোকেট বেদারুল ইসলাম।

এ নির্বাচনে কার্যকরী দুইটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। ভাইস-চেয়ারম্যান পদে তিন জন। কার্যনির্বাহী সদস্য পদে ১০জন প্রার্থী এবং বিনা প্রতিদ্ব›িদ্ধতায় সেক্রেটারি পদে মো: আব্দুল মজিদ নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার তরুণ কুমার ভট্টাচার্য বলেন, খাগড়াছড়িতে তিন বছর পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিটের ভোট গ্রহণ শুরু করে সম্পন্ন করা হয়েছে। সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ বিকেল পর্যন্ত চলেছে। এ ভোট গ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলে। রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেছে।

আমরা আশা করছি সদস্যদের স্বচ্ছ এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিট খাগড়াছড়ি জেলায় স্বচ্ছ দায়িত্ব পালনের মধ্য দিয়ে সেবামূলক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবেন।