খাগড়াছড়ির লক্ষাছড়িতে এসএসসি পরীক্ষার্থী ধর্ষণকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

খাগড়াছড়ি পার্বত্য জেলা অতি সম্প্রতি লক্ষাছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে ধর্ষণকারীর শাস্তির দাবিবে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শুক্রবার(১২ই মে) দুপুরে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে স্থানীয় নারী-পুরুষ এই বিক্ষোভ মিছিল করে। মিছিলটি হাসপাতাল, বেলতলী পাড়া ও উপজেলা সদর অতিক্রম করে থানার সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। বক্তারা অভিযোগ করেন তাঁর পরীক্ষা চলমান অবস্থায় জোর করে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে। সমাবেশ থেকে ধর্ষণকারি সুজন চাকমা(দূর্জয়)কে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে লক্ষাছড়ি থানার অফিসার ইনচার্জ মিনহাজ মাহমুদ ভ’ইয়া বলেন, এমন একটি ঘটনা শুনেছি। কিন্তু কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে খাগড়াছড়ির লক্ষাছড়িতে সেনাসৃষ্ট নব্য মুখোশবাহিনী সদস্য সুজন চাকমা(দুর্জয়) কর্তৃক এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন। শুক্রবার(১২ই মে ২০২৩) হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও সাধারণ সম্পাদক রিতা চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে অবিলম্বে সুজনকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় রাষ্ট্রীয় ধ্বংসাত্মক পলিসীর কথা তুলে ধরে বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনা মোতায়েন ও সেটলার পুনর্বাসনের ফলে নারী ধর্ষণের ঘটনা প্রথম পরিলক্ষিত হয়। ফলে আগে পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের শব্দটি অপরিচিত হলেও এখন রাষ্ট্রীয় প্ররোচনায় পাহাড়ি কর্তৃক ধর্ষণের ঘটনা বিচ্ছিন্ন ভাবে ঘটেই চলেছে। যা পার্বত্য চট্টগ্রামের জন্য ভয়ংকর পরিস্থিতি বিরাজ করবে।
অপরাধমূলক কর্মকান্ডে প্রশাসনের ভূমিকা তুলে ধরে নেতৃদ্বয় বলেন, গত বছরের ২৭শে জুন খাগড়াছড়ির ভাইবোনছড়াতে এই একই নব্য মুখোশ বাহিনীর চারজন সদস্য পিন্টু, সাধু, মিশন ও জ্যাকসন এক গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণ করেছিল। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ দুর্বৃত্তদের গ্রেফতার করেনি। বরং ধর্ষকরা এখনও একই জায়গায় প্রশাসনের নাকের ডগায় বিভিন্ন অপরাধমূলক কাজ করেই যাচ্ছে।
বিবৃতিতে তারা পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ধর্ষণের ঘটনার বিরুদ্ধে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
নেতৃদ্বয় অবিলম্বে ধর্ষণে জড়িত নব্যমুখোশ বাহিনীর সদস্য সুজন চাকমাসহ পিন্টু, জ্যাকশন, সাধু, মিশন চাকমাদের গ্রেফতার পূবর্ক বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ১০ই মে ২০২৩ রাত ১১টার দিকে খাগড়াছড়ির ল²ীছড়ি উপজেলায় ধন্যেকুমার চাকমার ছেলে সেনাসৃষ্ট নব্য মুখোশ বাহিনীর সদস্য সুজন চাকমা এক এসএসসি পরীক্ষার্থীকে পথ দেখিয়ে দেওয়ার নাম করে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে অশ্লীল ভাষায় গালি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। জানা যায়, ভিক্টিমের পরিবার এখনও মুখোশ দুর্বত্তদের হুমকির কারণে ভয়ে মামলা করতে পারেনি। হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য এন্টি চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জাননো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















