খাগড়াছড়ির লক্ষীছড়িতে ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি পার্বত্য জেলা লক্ষীছড়ি উপজেলাতে ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লক্ষীছড়ি উপজেলা ছাত্রদলের নেতৃত্বে উপজেলা পর্যায়ের টিম লিডারগণের সাথে এক সাংগঠনিক মতবিনিময় সভা আয়োজন করা হয়।

শনিবার (২৮ জুন) লক্ষীছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নানা দিক নির্দেশনা প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক জাকির হোসেন জিকু এবং বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের অর্থ সম্পাদক রুই¤্রাচাই মারমা।

সভাটি সভাপতিত্ব করেন লক্ষীছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বয়ক উথোয়াইচিং মারমা উত্তম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছাত্রদলের সদস্য সচিব মো: নাজুমুল হোসেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। ছাত্রদলের আদর্শ ও আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে সংগঠনকে তৃণমূলে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দরা।