খাগড়াছড়ির লক্ষ্যাছড়িতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

খাগড়াছড়ি পার্বত্য জেলা লক্ষ্যাছড়ি উপজেলাতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও স¤প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলার ল²ীছড়ি উপজেলায স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও স¤প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন ল²ীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া। মুখ্য প্রবন্ধ উপস্থাপক ছিলেন ঢাকা বিসিএসআইআর সাইন্টিফিক অফিসার মো: আবু ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিসিএসআইআর সাইন্টিফিক অফিসার মো: মাসুদ পারভেজ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আয়োজনে লক্ষ্যাছড়ি উপজেলা প্রশাসন এ সেমিনার বাস্তবায়ন করে।
এর আগে উদ্ভাবিত প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা। পরে সেমিনারের মূল বিষয়বস্তুুর আলোকে প্রজেক্টরের মাধ্যম উদ্ভাবনী বিষয় প্রদর্শন করা হয়। সেমিনারে ১১টি স্টল প্রদর্শন করা হয়। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিরা অংশ গ্রহন করে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন