খাগড়াছড়ির শ্রেষ্ঠ লিগ্যাল এইড আইনজীবীর খেতাবে ভূষিত হলেন মাটিরাঙ্গার আহাদ ভূঞা
খাগড়াছড়ি পার্বত্য জেলার শ্রেষ্ঠ লিগ্যাল এইড আইনজীবীর খেতাবে ভূষিত হলেন মাটিরাঙ্গার কৃতি সন্তান এ্যাডভোকেট মো: আবদুল আহাদ ভূঞা।
গত শুক্রবার(২৮শে এপ্রিল) জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে পালিত জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী-ফেনীর শ্রেষ্ঠ লিগ্যাল এইড আইনজীবীর খেতাব তুলে দেন মাটিরাঙ্গার কৃতি সন্তান ও ফেনী জর্জ কোটের এ্যাডভোকেট মো: আবদুল আহাদ ভূঞার হাতে।
এ সময় জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ এএসএম রুহুল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল হক, পুলিশ সুপার জাকির হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবুল বাশার চৌধুরী উপস্থিত ছিলেন ।
জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ বেগম সুস্মিতা আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিপি হাফেজ আহাম্মদ, স্টার লাইন গ্রæুপের ভাইস-চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল প্রমুখ।
অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড অফিসের অধিনে ২০২৩সর্বাধিক মামলা নিষ্পত্তিকারী আইনজীবী এড. মো: আবদুল আহাদ ভূঞাকে বর্ষসেরা প্যানেল আইনজীবী সম্মাননা প্রদান করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন