খাগড়াছড়ির হত্যাকাণ্ডের প্রভাব নেই রাঙামাটিতে, স্বাভাবিক জনজীবন

দখাগড়াছড়ি জেলায় গতকাল এক শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনার কোনো প্রভাব নেই রাঙামাটিতে। বুধবার (২ অক্টোবর) সকাল থেকে গোটা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত, জনজীবন স্বাভাবিক রয়েছে।

হাট-বাজার থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো লেনদেনে ব্যস্ত সময় কাটাচ্ছে। কর্মজীবী মানুষও নিত্যদিনের নৈমিত্তিক কাজে ব্যস্ত।

পুরো শহর এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে। আইন প্রয়োগকারী বাহিনী গুরুতর এবং ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান করছে। সড়ক ও নৌপথে দূরপাল্লার সব যান চলাচল স্বাভাবিক রয়েছে

শিক্ষক হত্যার ঘটনায় খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি থাকায় রাঙামাটি থেকে খাগড়াছড়ির দিকে কোনো যানবাহন ছেড়ে যায়নি।

আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোন গুজবে কান দেওয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়াতে জনগণকে সচেতন করা হচ্ছে এবং কেউ শান্তিশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে।