খাগড়াছড়ি ‘আলো’ এনজিও’র শিক্ষানুরাগী কিংবদন্তি গুণী শিক্ষক সংবর্ধনা পেলেন প্রমোদ রঞ্জন চাকমা

খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থানীয় এনজিও ‘আলো’ এর আয়োজনে বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ হিতৈষী ও কিংবদন্তি গুণী শিক্ষক সংবর্ধনা পেলেন প্রমোদ রঞ্জন চাকমা।

বৃহস্পতিবার(৬ই নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি হোটেল গাইরিং হোটেলের সম্মেলন কক্ষে এসিসটেন্স ফর দি লাইভলিহুড অফ দি অরিজিন্স (আলো) এনজিও-র আয়োজনে সমাজ হিতৈষী ও কিংবদন্তি ব্যক্তিত্ব প্রমোদ রঞ্জন চাকমা’র জীবন ও কর্ম নিয়ে আলাপচারিতা অনুষ্ঠিত হয়।

গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে ‘আলো’ এনজিও-র সভাপতি রবি শংকর তালুকদার এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

অনুষ্ঠানে ‘আলো’ এনজিও এর আয়োজনে সমাজ হিতৈষী ও কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে প্রমোদ রঞ্জন চাকমা’কে গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে খাগড়াছড়ির প্রাক্তন শিক্ষার্থীরা ছাত্র জীবনের কথা স্মৃতি চারণ করেন। তিনি শুধু একজন ভালো শিক্ষক নন ভালো লেখকও ছিলেন।

ছোট বেলা থেকে আমরা স্কুল জীবনে স্যারের কথা গুলো তেমন গুরুত্ব না দিলেও জীবনের এই সময়ে এসে উপলব্ধি করছি, যে মানুষ জীবনে নিজের জন্য কিছুই রাখেন নি সব কিছু উজাড় করে শিক্ষার মান উন্নয়ন ও সমাজের উন্নয়নে কাজ করে গেছেন। তাই আমরা নতুন প্রজন্মদের প্রতি অনুরোধ রাখবো স্যারের এই আদর্শকে লালন করার জন্য।

এসময় খাগড়াছড়ি ২৯৮নং আসনের সাবেক সাংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বোধিসত্ত্ব দেওয়ান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য লিটল মনি চাকমা, জয়া ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সমাজকর্মী ধীমান খীসা, আলো এনজিও এর নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমাসহ শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।