খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিস কর্তৃক অনুর্ধ্ব-১৪ অ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে জেলা ক্রীড়া অফিস কর্তৃক অনুর্ধ্ব-১৪ অ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু হয়েছে।

শুক্রবার (৮ই মে) বিকেলে জেলার ঐতিহাসিক স্টেডিয়ামে শুরু হয়েছে অনুর্ধ্ব-১৪ বয়সী কিশোর-কিশোরীদের জন্য মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস এই আয়োজন করেছে।

জেলার বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত ৪০জন অংশগ্রহণকারী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ও বিকেলে অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্তাবধানে তারা দৌড়, লাফ, থ্রো ইভেন্টসহ নানা অ্যাথলেটিক্স কৌশলে প্রশিক্ষণ নিচ্ছে। প্রতিটি শিশুকে দেওয়া হচ্ছে আলাদা মনোযোগ এবং পেশাদার গাইডলাইন।

খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন-অর-রশিদ বলেন, “আমাদের লক্ষ্য পাহাড়ি অঞ্চলের প্রতিভাবান কিশোর-কিশোরীদের খুঁজে বের করে তাদের সম্ভাবনাকে সঠিকভাবে বিকশিত করা।”

অভিভাবকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এই প্রশিক্ষণ শুধু শারীরিক নয়, মানসিক দৃঢ়তা ও সামাজিক দক্ষতাও বাড়িয়ে দিচ্ছে শিশুদের।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ বলেন, “এই প্রশিক্ষণ কর্মসূচি তোমাদের স্বপ্নের পথে প্রথম পদক্ষেপ। খেলার মাঠে যেমন এগিয়ে যাচ্ছো, তেমনি জীবনের পথেও এগিয়ে যাও শৃঙ্খলা, অধ্যবসায় আর আত্মবিশ্বাস নিয়ে।” তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মো. নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক ও প্রশিক্ষকরা।

খাগড়াছড়ির সবুজে ঘেরা নৈসর্গিক প্রাকৃতিক ভরপুর পরিবেশে চলছে এই প্রশিক্ষণ। শিশুদের চোখে মুখে ফুটে উঠছে বড় কিছু হওয়ার স্বপ্ন, একটি স্বপ্নময় ক্রীড়ামঞ্চ যেন গড়ে উঠছে পাহাড়ি শহরের বুকে।