খাগড়াছড়ি বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুুসাইন বাহাদুর ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান

খাগড়াছড়ি পার্বত্য জেলায় মানিকছড়ি উপজেলাতে বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ক্রীড়াবীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছেন। জেলার মানিকছড়ি উপজেলায় ঐতিহাসিক একমাত্র স্থান বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রæুসাইন বাহাদুর পুরাতন রাজ প্রসাদ। ১৯৭১সালের মুক্তিযুদ্ধের চলাকালীন সময় অনেক স্মৃতি বির্জরিত রয়েছে এ পুরাতন রাজ প্রাসাদের।

মুক্তিযুদ্ধের সময় খাদ্য বান্দার খোঁলে দেয়াসহ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শরর্ণাথীদের বিনা চিকিৎসা, মুক্তিযুদ্ধাদের জন্য অস্ত্র, গোলা-বারুদ, রাজ প্রাসাদের গাড়ি ব্যবহার সুযোগ দিয়েছিলেন এ রাজ পরিবার সদস্যরা।

এ বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রæুসাইন বাহাদুর স্বরণে সেনাবাহিনী সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রæুসাইন বাহাদুর ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগষ্ট)সকাল সাড়ে ১০টায় দিকে সেই ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজপাড়া মৈত্রী যুব সংঘ টিম ম্যানাজার আরামং মারমা ও প্রীতি ফুটবল ম্যাচ অধিনায়ক বাবু মারমা হাতের সহায়তার নগদ টাকা বিতরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রæুসাইন বাহাদুর দ্বিতীয় দৌহিত্র এবং ফাউন্ডেশন চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রæু সাইন।

এসময় আরোও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখা সভাপতি আপ্রæুসি মগ, রাজপাড়া কার্বারী চাইহ্লাপ্রæু মারমা।

বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রæুসাইন বাহাদুর চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রæু সাইন বলেন, যুব সমাজের তরুণদের মোবাইল আসক্তি ও মাদকের থেকে দূরে রাখতে একমাত্র খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। এ ফুটবল ক্রীড়াবিদদের উৎসাহ প্রদানে জন্য সবসময়ই পার্শ্বেই থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।