খাগড়াছড়ি মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/khagrachari-matiranga-ssc-exzam-23-gpa5-pase-sangbardona-pic-02-08-2023.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় ২০২৩সালের এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট, উপহার সামগ্রী, একই সাথে উক্ত শিক্ষার্থীদের মহামূল্যবান গাছের চারা উপহার প্রদান করা হয়।
বুধবার(২রা আগস্ট) সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহতাছিম বিল্ল্যাহসহ চার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালযে ২জন, ভোকেশনালে ১জন, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে ৪জন, গোমতী বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ে ২জন, শান্তিপুর উচ্চ বিদ্যালয় ভোকেশনাল কেন্দ্র্রে ৪জন, তাইন্দং উচ্চ বিদ্যালয়ে ১জন।
জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী বলেন, সু- শিক্ষার কোন বিকল্প নেই, শুধু পরীক্ষায় শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে।
শুধু জিপিএ-৫ অর্জন একমাত্র উদ্দেশ্য হতে পারে না। পড়াশুনার পাশাপাশি সামাজিক সচেতন মানুষ হিসেবে বড় হতে হবে। মানবিক মূল্যবোধ, অন্যের প্রতি শ্রদ্ধাশীল, সহমর্মিতা, ও দেশপ্রেমের গুণাবলীতে শিক্ষার্থীদের সমৃদ্ধ হতে হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন