খাগড়াছড়ি রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলার প্লেয়ারদের মেইনস্ট্রিমে নিয়ে যেতে চাই:-আসিফ আকবর

খাগড়াছড়ি রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলার প্লেয়ারদের মেইনস্ট্রিমে নিয়ে যেতে চাই বলে বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)’র পরিচালক আসিফ আকবর। বৃহস্পতিবার (৬ নভেম্বর) খাগড়াছড়ি মাঠে ‘বেশ বেশ সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ’ গান গেয়ে ক্ষুদে ক্রিকেটারদের উৎসাহিত করেন বিসিবি পরিচালক মো: আসিফ আকবর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)’র পরিচালক আসিফ আকবর আরো বলেছেন, আমরা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের প্লেয়ারদের মেইনস্ট্রিমে নিয়ে যেতে চাই।
দেশের যেসব পিছিয়ে পড়া জনপদ আছে, যেখানে ইতোপূর্বে কখনো মনোযোগ দেয়া হয়নি, এগুলোর উন্নয়নে কাজ করতে চাই। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে ক্রিকেটের অবস্থা সরেজমিন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এ সময় স্থানীয় ক্রিকেটার ও সংশ্লিষ্টদের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন এবং খাগড়াছড়ি ক্রিকেটের জন্য বেশ কিছু নতুন উদ্যোগের সুসংবাদ দেন।
আসিফ আকবর বলেন, যেহেতু আমি ক্রিকেটের এইজ গ্রæুপের দায়িত্বে আছি, এই দায়িত্বের অংশ হচ্ছেন নতুন ছেলেমেয়েরা। যারা ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বে রিপ্রেজেন্ট করবে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গিয়ে তারা দেশের জাতীয় সম্পদ হবেন।
এজন্য তাদের প্রতি সেই ট্রিটমেন্ট(পরিচর্যা) প্রয়োজন হবে। যা আমাদের বোর্ড থেকে বিশেষভাবে বলা হয়েছে। আমি পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষভাবে নজর দেব এবং সে কারণে তিন জেলা সফর করছি।
পার্বত্য জেলাসমূহে মাঠের সমস্যা সবচেয়ে বড় সমস্যা বলে মনে করছেন আসিফ আকবর। তিনি বলেছেন, ‘মাঠ সমস্যা কাটিয়ে তোলা সম্ভব হলে স্পন্সর থেকে শুরু করে সবই করা হবে। এখানে যেহেতু মাঠের স্বল্পতা রয়েছে তাই আমাদের প্রথমেই চিহ্নিত করতে হবে স্কুল-কলেজ, ঈদগাহ কিংবা টাউন হল, পুলিশ লাইনসের মাঠ ব্যবহার করা যায় কিনা।
এসব মাঠগুলোয় ছোটখাটো উন্নয়ন করে বাচ্চাদের খেলার জন্য প্রস্তুুত করা যায় কিনা। তাছাড়া আর্মি ক্যাম্প এরিয়াতেও মাঠ থাকলে সেটাও আমরা ব্যবহার করতে চাইব, যেখানে এখানকার বাচ্চারা খেলবে। প্রয়োজনে অবশ্যই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পারমিশন নিয়েই খেলব। তাতে তো কোনো সমস্যা নেই।’
স্টেডিয়ামে পরিদর্শনে এসে তিনি গ্যালারি উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। পার্বত্য চট্টগ্রামের ক্রিকেট ভবিষ্যত বাংলাদেশকে নেতৃত্ব দেবে বলেও স্বপ্ন দেখেন তিনি। পার্বত্য চট্টগ্রামের মেয়েদের ক্রিকেট খেলায় আগ্রহী করে তুলতে বিসিবি’র আলাদা ফোকাস থাকবে। সর্বপরি খাগড়াছড়িতে ক্রিকেট খেলা ও খেলোয়াড়দের এগিয়ে নিতে আলাদা দৃষ্টি রাখারও প্রতিশ্রæুতি ব্যক্ত করেন বিসিবির এই নতুন পরিচালক।
এ সময় তিনি তাঁর কণ্ঠে থিম সঙয়ের আদলে ‘বেশ বেশ সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ’ গেয়ে উপস্থিত ছেলেমেয়েদের উৎসাহিত করেন।
খাগড়াছড়ি পরিদর্শনকালে জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ ক্রিকেট অঙ্গনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















