খাগড়াছড়ি ১৮ ফিল্ড মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা প্রদান

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ফিল্ড মাটিরাঙ্গা জোনের নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচীর আওতায় দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ মে) সকালে মাটিরাঙ্গা জোনের আওতাধীন সাপমারা আর্মি ক্যাম্প এলাকায় এবং নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর আয়োজন করা হয়।
এতে স্থানীয় ৬জন দুঃস্থ পাহাড়ী নারী ও আর্থিকভাবে অসচ্ছল ৯জন পাহাড়ী শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা প্রদান, ৩জন অসচ্ছল পাহাড়ী পরিবারকে বাড়ি নির্মাণের জন্য টিন প্রদান এবং ১৬জন পাহাড়ী ও বাঙ্গালীকে নগদ অর্থ ও অর্ধশতাধিক পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে উপহার স্বরূপ রেশন সামগ্রী তুলে দেন।
এছাড়া, মাটিরাঙ্গা নতুনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
এতে জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরী, এএমসি, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মিল্টন ত্রিপুরা, ৫শতাধিক স্থানীয় পাহাড়ি-বাঙালি বিভিন্ন বয়সী নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি সেবা গ্রহনকারীদের সাথে কুশল বিনিময় করে তিনি বলেন, শান্তি-স¤প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতার চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে।
তেমনিভাবে মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসেবে সুদূর ভবিষতেও মাটিরাঙ্গায় বসবাসরত সকলের জন্য এই ধারা অব্যহত রাখবে। আগামীতেও কার্যক্রমে এধারা অব্যাহত রাখবে বলে তিনি জানান।
এতে জোনের উপ-অধিনায়ক মেজর মাসুদ খান পিএসসি ও পদস্থ সামরিক কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা পেয়ে উপকার ভোগিরা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন