খাগড়াছড়িতে ঝর্ণার পানিতে ডুবে ২ পর্যটকের মৃত্যু
খাগড়াছড়ির মাটিরাঙায় পর্যটক কেন্দ্র রিছাং ঝর্ণার পানিতে অপু চন্দ্র দাশ ও প্রীতম দেবনাথ নামে দুই পর্যটক মারা গেছেন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে তারা মারা যান। মৃত প্রীতম খাগড়াছড়ি রুখাই চৌধুরী পাড়ার বাসিন্দা এবং অপু ঢাকার নটরডেম কলেজের শিক্ষার্থী।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, দুই পর্যটক ঝর্ণার উৎসমুখে জমে থাকা পানির গভীর কূপে ডুবে মারা যান। পুলিশ ঘটনাস্থল পৌঁছে তাদের লাশ উদ্ধার করে।
এর আগে চলতি বছরের ৭ সেপ্টেম্বর রিছাং ঝরনায় মলাই জ্যোতি চাকমা নামে এক স্কুলশিক্ষার্থী মারা যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন