খাগড়াছড়িতে স্বাধীনতা দিবসে রিজিয়ন কমান্ডা‘র শ্রদ্ধা নিবেদন

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এ উপলক্ষে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের গেইট থেকে ছাত্র, ছাত্রী, শিক্ষক নিয়ে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম নেতৃত্বে ফুলের তোড়া নিয়ে র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি চেঙ্গীস্কোয়ার সংলঘ্নজেলা শহরের মাইনী ভ্যালীস্থ মহান মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে নির্মিত স্মৃতিস্বম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল ড. মো: এনামুল ইসলাম।

পরে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষ হলে র‍্যালিটি ঘুরে এসে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে এসে শেষ হয়। এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে চিত্রাংঙ্কন, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতা করা হয়, পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।