খাগড়াছড়ির গুইমারা উপজেলা: “কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত
খাগড়াছড়ির গুইমারা উপজেলা: “কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার(২৯শে অক্টোবর ২০২২) সকাল ১০টায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনে গিয়ে শেষ হয়।
পরে অডিটোরিয়াম ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় এসআই সুজন চক্রবর্তীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, গুইমারা থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু কংজরী চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, হাফছড়ি ইউপির চেয়ারম্যান মংশে চৌধুরী, সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী। এছাড়াও গুইমারা থানার এএসআই সাদ্দাম হোসেন, এএসআই প্রদীপ চন্দ্র শীল, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনীর পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক জঙ্গি ও সন্ত্রাসী নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে। এছাড়াও বিভিন্ন দিকনিদের্শনা মূলক বক্তব্য দিয়ে সভাপ
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন