খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।
মঙ্গলবার (২৮ মার্চ) সকালে গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। এছাড়াও গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, ভাইস-চেয়ারম্যান কংজরী মারমা, গুইমারা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংশে চৌধুরীসহ সরকারি কর্মকর্তা কর্মচারি, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী বলেন, “আইনশৃক্সখলা রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলের প্রচেষ্টায় দুর্নীতি, চাঁদাবাজী, মাদক সেবন ও পাচারসহ সকল প্রকার অনৈতিক কাজ বন্ধ করা সম্ভব।”
অপরদিকে গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা বলেন, “প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্ঠায় সারাদেশের ন্যায় খাগড়াছড়ির গুইমারাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে।’ ‘ভূমিহীনদের ভূমি হস্তান্তর, গৃহহীনদের গৃহ হস্তান্তরসহ মসজিদ-মন্দির, রাস্তা ঘাট ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নির্মানে বতর্মান সরকার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।’
তার এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।”
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন