খাগড়াছড়ির পানছড়িতে ২হাজার কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় ২হাজার কৃষাণ-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। চলতি মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় এসব বীজ ও সার বিতরণ করা হয়। এর আয়োজক ছিল উপজেলা কৃষি অফিস পানছড়ি।
সরেজমিনে উপজেলা পরিষদ এলাকায় দেখা যায়, উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে আসা কৃষাণ-কৃষাণীর মিলনমেলা। যার মাঝে ছিল চাকমা, ত্রিপুরা, মারমা ও বাঙালি সম্প্রদায়।

রবিবার(২রা এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মো: নাজমুল ইসলাম মজুমদার।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারের আউশ প্রনোদনায় উপজেলায় সুবিধাভোগীর সংখ্যা ২হাজার। জনপ্রতি ৫কেজি বীজ, ১০কেজি এমওপি ও ১০কেজি ডিএপি সার প্রদান কর হয়েছে। বীজ ও সার নিয়ে কৃষাণ-কৃষাণীরা স্বস্তির হাসি নিয়ে বাড়ি ফিরতে দেখা যায়।