খাগড়াছড়ির পানছড়ি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
খাগড়াছড়ি পার্বত্য জেলায় পানছড়ি উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার(১৭ই এপ্রিল) সকাল দশটায় ৩নং পানছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এসব সামগ্রী বিতরণ করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী তুলে দেন। এলাকার প্রায় ৫শতাধিক অসহায় ও দুস্থ মানুষ ঈদ উপহার গ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, খাগড়াছড়ি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাশ রায়, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মোমিন, ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান মো: আহির উদ্দিন, ৩নং পানছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওবায়েদুল হক আবাদ প্রমুখ।
অনুষ্ঠানে ফাতেমানগর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ঈদ বোনাস হিসেবে নগদ অর্থ তুলে দেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ছাদেক আলী এ টাকা গ্রহন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন