খাগড়াছড়ির মানিকছড়িতে নব নির্বাচিত প্রেসক্লাব নেতৃবৃন্দদের সংবর্ধনা

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিয়েছে যৌথভাবে একতা ক্লাব ও বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সোসাইটি।

শুক্রবার সন্ধ্যা ৭টার সময় একতা ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় নবনির্বাচিত মানিকছড়ি প্রেসক্লাব সভাপতি মো: মাঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে হাতে ফুল দিয়ে মানিকছড়ি প্রেসক্লাবের নতুন কমিটিকে শুভেচ্ছা জানায় সংগঠনগুলো।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি সামায়ুন ফরাজী সামু,যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল,বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সোসাইটির সভাপতি ডা: অমর দত্ত, সাধারণ সম্পাদক রমজান হোসেন, একতা ক্লাবের সাবেক সভাপতি নাসির হোসেন, সাবেক সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক হানিফ মিয়া প্রমূখ।

উল্লেখ্য যে, মানিকছড়ি প্রেসক্লাবের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২১ উৎসব মূখর পরিবেশে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ১১টি পদের মধ্যে সভাপতিসহ ৭টি পদে সকালে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়।

একমাত্র সাধারণ সম্পাদক পদে ৩জন প্রর্থীর প্রতিদ্বন্ধিতায় অনুষ্ঠিত ভোটে ৯টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মান্নান। অপর দুই প্রার্থীর মধ্যে এইচএম আলমগীর হোসাইন পেযেছেন ৪টি ভোট এবং মো: শহীদুল ইসলাম পেযেছেন ২টি ভোট।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মানিকছড়ি প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয় ১৯৯৩সালে। মানিকছড়ি প্রেসক্লাবের বর্তমান সদস্য ১৬জন ভোটারের মধ্যে ১৫জন ভোটাধিকার প্রয়োাগ করে, শুধু সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোট প্রদান করেন।

অপরদিকে সভাপতি, সহ-সভাপতি ও সাংগঠনিকসহ ৭টি পদে সকালে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। ৬ই আগস্ট বিকেল সোয়া ৩টায় অনুষ্ঠিত ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার এসএম জাহাঙ্গীর আলম, কমিশনার মো: মনির হোসেন ও সহকারী কমিশনার মো: রবিউল হোসেন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন। এতে সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রতিক- ল্যাপটপ পেয়েছেন ৯াট ভোট। এইচএম আলমগীর হোসাইন প্রতিক কলম পেযেছেন ৪টি ভোট এবং মো: শহীদুল ইসলাম প্রতিক-ক্যামরা পেযেছেন ২টি ভোট।

নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস-চেযারম্যান এডভোকেট মো: জসিম উদ্দীন মজুমদার।

বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি আব্রে মারমা, সাংগঠনিক সম্পাদক চিংওয়ামং মারমা মিন্টু, অর্থ সম্পাদক মোক্তাদীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আকতার হোসেন, দপ্তর পাঠাগার সম্পাদক কাউছার হামিদ আপন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: জাকির হোসেন।