খাগড়াছড়ির রামগড়ে দুঃস্থদের ঘরে ঘরে ইফতার পৌঁছে দিলো বিজিবি
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থদের ঘরে ঘরে ইফতার পৌঁছে দিল বিজিবি’র সদস্যরা।
জেলার রামগড়ে সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর রামগড় ব্যাটালিয়ন কর্তৃক অধিনস্ত এলাকার অসহায়, হতদরিদ্র ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রমজানের শুরু থেকেই মাসব্যাপী ইফতার সামগ্রী ও খাবার বিতরণের অংশ হিসেবে শনিবার(৮ই এপ্রিল) বিকেলে রামগড় উপজেলার কালাডোবা এলাকায় এলাকায় এলাকায় বসবাসরত অসহায়, হতদরিদ্র ও দুস্থ ১০০পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রামগড় ব্যাটালিয়ন(৪৩ বিজিবি) এর নায়েব সুবেদার মো: জাহানুর ইসলাম বাড়ি বাড়ি গিয়ে হতদরিদ্র মানুষের হাতে এসব ইফতার সামগ্রী তুলে দেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিল, পানি, খেজুর, ছোলা ভুনা, পিঁয়াজু, মুড়ি এবং জিলাপি।
ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানিয়েছেন, সীমান্ত সুরক্ষা ও অবৈধ সকল প্রকার চোরাচালান প্রতিরোধের পাশাপাশি এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে রামগড় ব্যাটালিয়ন। যার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন