খাগড়াছড়ি মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে কাঠের সেতু নির্মাণ করে দিলেন সুমন

খাগড়াছড়ি পার্বত্য জেলা মাটিরাঙ্গা উপজেলায় নিজ অর্থায়নে কাঠের সেতু নির্মাণ করে দিল খোরশেদ আলম সুমন।

জেলার মাটিরাঙ্গা পৌরসভাধীন ২নং ওয়ার্ডে নিজের টাকা ব্যয় করে জনগনের স্বার্থে কাঠের সেতু নির্মাণ করে দিল মো: খোরশেদ আলম সুমন।

রাস্তাটির মধ্যবর্তী স্থান ধলিয়া খালের উপর সেতুটি নির্মাণের ফলে নতুনপাড়া থেকে দেওয়ান পাড়া যাতায়াতে আর দূর্ভোগ পোহাতে হবে না ঐ অঞ্চলের এলাকাবাসীদের।

পৌর ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবু আহম্মদ জনপ্রতিনিধি থেকে অবসরে যাওয়ার পর তার-ই বড় ছেলের এমন জনবান্ধব উদ্যোগের ফলে এলাকার মানুষ উপকৃত হবে বলে মন্তব্য করেন স্থানীয়রা।

শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ২০জন শ্রমিকসহ অপরাপর ব্যক্তিবর্গকে সাথে নিয়ে মো: খোরশেদ আলম সুমন নিজেই এই সেতু নির্মাণ কাজের তদারকি করেন। কিছুদিন পুর্বে দেওয়ান পাড়া পরিদর্শনে গেলে এলাকাবাসী সেতুর অভাবে দুর্ভোগে রয়েছেন জানালে তার পিতার আদেশে তিনি নিজেই সেতু নির্মাণ করে দেওয়ার উদ্যোগ গ্রহন করেন।

এ বিষয়ে তিনি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান উন্নয়ন কার্যক্রমকে আরো জনবান্ধব করতে ঐ স্থানে একটি পাকা সেতু নির্মাণের জন্য এলাকাবাসী পক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।