নেত্রকোনার খালিয়াজুরীতে দোকান ঘর দখলের অভিযোগ

নেত্রকোনার খালিয়াজুরীতে দোকান ঘর দখলের অভিযোগ উঠেছে একটি প্রভাবশাী চক্রের বিরুদ্ধে। এ ব্যাপারে ভুক্ত ভোগি নাজদিয়া ফাতেমা শান্তা খালিয়াজুরী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজারে এমন ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, নাজদিয়া ফাতেমা শান্তার স্বামী নূরুল হুদা চৌধুরীর দোকান ঘরটি জৈনপুর গ্রামের হিমেল চৌধুরীর কাছে ভাড়া দেয়। গত ১৯ আগষ্ঠ ২০২৫ ইং তারিখে ফতোয়া গ্রামের জলিল মিয়ার ছেলে সাইদুল,শরিয়ত উল্রাহর ছেলে জাকির,নূর মিয়ার ছেলে অসিম মিয়া রাতের আঁধারে দোকান ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে যা সিসি টিবির ফুটেজে দৃশ্যমান রয়েছে।উক্ত ঘরটি দখলে নিযে সাইদুর মিয়া চায়ের দোকান পরিচালনা করছে। নাজদিয়া ফাতেমা শান্তা অভিযোগে আরও উল্লেখ করেন এ জমিটি আমার স্বামী ক্রয়সূত্রে মালিক, যার দলিল নং ৮৩১ /৯২৫ মূলে বিগত তারিখে ২০১৫,২০১৬,২০১৮,২০১৯ জমি ক্রয় করে মালিখানা হয়।উক্ত জমি নামজারি ও জমা খারিজ সম্পর্ন করা হয়। এমন অভিযোগে প্রেক্ষিতে রোববার লেপসিয়া বাজারে সরজমিনে গেলে সাইদুর মিয়া নামে এক ব্যাক্তি চা দোকান দিয়ে বসে থাকতে দেখা যায়। এ সময় লেপসিয়া বাজারে ব্যবসায়ী মোশেদ জানান, আমি প্রায় ০৫ বছর নূরুল হুদা চৌধুরী জুয়েল এর ঘরে ভাড়া ছিলাম এ সময়ের মধো কোন দিন কেউ ঘরের মালিকানা দাবি করতে শুনি নাই। আরেক ব্যবসায়ী মোঃ গুলজার বলেন আমি প্রায় ১০ বছর ধরে এ বাজারে ব্যবসা করি কোন দিন শুনি নাই এ ঘরের মালিক সাইদুর।
চা দোকানের মালিক সাইদুর জানান, এ জমির মালিক আমার বাপ চাচারা, আমার বাবার নামে বি আর এস থাকায় আমি দোকান ঘর দখলে নিয়ে ব্যবসা করছি।
খালিয়াজুরী থানার অফিসার ইনর্চাজ মোঃ মকবুল হোসেন জানান,আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। তা ফাঁড়ি থানায় তদন্ত করার জন্য প্রেরন করেছি।