খালিয়াজুরীতে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করেছে শিক্ষার্থীরা

বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য সাহায্যের বক্স হাতে নিয়ে অর্থ সংগ্রহ করেছে খালিয়াজুরী উপজেলার স্কুল শিক্ষার্থীদের একটি দশ সদস্যের টিম।

জানা গেছে ভারতের ত্রিপুরার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল চাপ ও অবিরাম বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন দেশের ১১টি জেলার লাখ লাখ মানুষ।

উক্ত বন্যার্তদেরকে সহযোগিতা করার জন্য শিক্ষার্থীরা দুই দিনব্যাপী উপজেলার বিভিন্ন দোকান-পাট, স্কুল- প্রতিষ্ঠান, অফিস-আদালত ও প্রধান প্রধান সড়কের তিন রাস্তার মোড়ে নগদ দশ হাজার টাকার উপরে অর্থ সংগ্রহ করেছে। সহায়তার অর্থ আস সুন্নাহ ফাউন্ডেশনে পাঠানো হবে বলে জানান তারা।

শিক্ষার্থীদের এ উদ্যোগে অংশীদারী হতে নিজেদের সামর্থ অনুযায়ী নগদ অর্থ দিয়ে সহায়তা করছেন নানা শ্রেণি পেশার মানুষ। এছাড়া তারা উপজেলার সর্বস্তরের জনগনকে আহবান জানান যার যার অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য।

শিক্ষার্থীরা বলেন, বন্যায় পানিতে ঘর বাড়িসহ গবাদিপশু ভেসে যাচ্ছে। এসময় তাদের পাশে দাড়ানো প্রতিটি নাগরিকের দরকার। তাই বন্যার্তদের সহযোগিতা করার জন্য আমাদরে এই ক্ষুদ্র প্রয়াস।