খালেদাকে নিয়ে আপত্তিকর বক্তব্য : অপু উকিলের বিরুদ্ধে মামলা
লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন এক আইনজীবী।
ঢাকা মহানগর হাকিম একে এম মইনুদ্দিন সিদ্দিকীর আদালতে মঙ্গলবার মামলাটি করেন ছাত্রদলের সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুয়েল আহম্মেদ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশের জন্য রেখেছেন।
মামলায় অভিযোগ করা হয়, ২ আগস্ট চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রায় অপু উকিল বলেন, বেগম জিয়া লন্ডনে যাওয়ার পর অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা পত্রপত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছি। তিনি লন্ডনে তাজ হোটেলে বৈঠক করেছেন।
সেখানে যুদ্ধাপরাধী চৌধুরী মইন উদ্দিনসহ জামায়াতের অনেক নেতা উপস্থিত ছিলেন। এমনকি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার অনেকে ছিল। সেখানে মূল বিষয় ছিল শেখ হাসিনাকে যেভাবে হোক হত্যা করা হবে।
এ সব মিথ্যা বক্তব্যে জাতীয়তাবাদী দল বিএনপির ভাবমর্যাদা ক্ষুণ্ন হয়েছে মর্মে এ মামহানি মামলা করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন