খালেদাকে মুক্তি দেয়ার অধিকার আমার নেই : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দেয়ার অধিকার আমার নেই, তার মুক্তির বিষয় আদালতের ব্যাপার।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে স্থানীয় সময় রোববার কুইবেকের হোটেল শাতো ফ্রন্তেনাতে অনুষ্ঠিত বৈঠকে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান: কানাডায় আশ্রয় নেয়া বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে দিতে কানাডার প্রধানমন্ত্রীকে আবারও অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনা।
নূর চৌধুরীকে শিগগিরই কানাডা থেকে বের করে বাংলাদেশে পাঠানোর জন্য ট্রুডোকে নিজ দায়িত্বে ব্যবস্থা নিতে আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন: নূর চৌধুরী বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি। সে একজন আত্মস্বীকৃত হত্যাকারী এবং বাংলাদেশের আইনে দণ্ডপ্রাপ্ত আসামি।শেখ হাসিনা-জাস্টিন ট্রুডো-নীর চৌধুরী-খালেদা জিয়া
জবাবে জাস্টিন ট্রুডো সহানুভূতি প্রকাশ করে বলেন: ‘আমি বুঝতে পারছি ব্যাপারটা আপনার জন্য কতটা যন্ত্রণাদায়ক।’
কানাডায় আশ্রিত মৃত্যুদণ্ড পাওয়া কোনো ব্যক্তিকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে তার দেশের আইন ব্যবস্থা তুলে ধরে ট্রুডো বলেন: কানাডার সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ে নীরবে কাজ করে যাচ্ছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন