খালেদার কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ
এইচ.এম আয়াত উল্যা, ষ্টাফ রিপোটার নোয়াখালী : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। রোববার দুপুর নোয়াখালী পৌর বাজারের সামনে থেকে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিএনপির অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীর অংশগ্রহনে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে নোয়াখালী প্রেসক্লাব চত্বর এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, সহসভাপতি গিয়াস উদ্দিন সেলিম, সদস্য মাহবুব আলমগীর আলো, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম, শহর বিএনপির সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষা চন্দ্র দাস, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, ছাত্রদল নেতা আবু হাসান মো. নোমান, আজগর উদ্দিন দুখু প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন