খালেদার বয়স হয়েছে, তাই তিনি বিশ্রামে আছেন
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বয়স হয়েছে, তাই তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন।
শুক্রবার (২ মার্চ) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের জনসেবা প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
‘খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সরকার নিরব’ বিএনপি নেতৃবৃন্দের এমন দাবির পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, যে দল রাজাকার প্রশ্নের নিরবতা পালন করে, আর দুর্নীতিবাজকে রক্ষায় সরব থাকে, সে দলকে ক্ষমতার বাইরে রাখাই বাঞ্ছনীয়।
তথ্যমন্ত্রী বলেন, এতিমের টাকা চুরি করে বিচারের মুখোমুখি হয়েছেন খালেদা জিয়া। আর এই বিচারে তার টাকা চুরি পমানীত হয়েছে। তিনি বর্তমানে কারাগারে আছেন। উনি ওখানেই থাক। তার বয়স হয়েছে সেখানেই বিশ্রাম নিক। তিনি দুর্নীতি করেছেন তার ফল ভোগ করছেন বলেও উল্লেখ করেন।
জাসদের এই নেতা আরো বলেন, প্রতিবন্ধী শিশুরা আমাদের সমাজের বোঝা নয়। জঙ্গি সন্ত্রাস বর্জন করে প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের বুকে টেনে নিন। দেখবেন অনেক প্রশান্তি পাবেন। জঙ্গিবাদ সন্ত্রাস থেকে দুরে থাকুন। বর্তমান সরকারের আমলে জঙ্গিবাদ সন্ত্রাস আর দুর্নীতি করে কেউ পার পাবে না।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জাসদ কেন্দ্রীয় নেতা মহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফ, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, জনসেবা সংস্থার নির্বাহী পরিচালক আতিয়ার রহমান বাবলু প্রমুখ।
এর আগে তথ্যমন্ত্রী সকালে কুষ্টিয়ার স্থানীয় একটি এনজিওর অডিটরিয়ামে কবি জিয়াউর রহমানের লেখা তিনটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন