খালেদার মুক্তির দাবিতে ঢাবিতে সাদা দলের শিক্ষকদের অবস্থান ধর্মঘট
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজা বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান ধর্মঘট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
রোববার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাদা দলের প্রায় ৩০ জন শিক্ষক এই অবস্থান ধর্মঘটে অংশগ্রহণ করেন।
সাদা দলের যুগ্ম-আহ্বায়ক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান ধর্মঘটে লিখিত বক্তব্য পাঠ করেন সাদা দলের আহ্বায়ক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন: গণতন্ত্র আজ ধ্বংস। (সরকার) বাক-স্বাধীনতা হরণ করেছে অনেক আগেই। দেশের মানুষ যাতে কথা বলতে না পারে, সেজন্য ‘ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮’ ডিজিটাল দমন আইন পাস করেছে; সম্প্রতি ‘সম্প্রচার নীতিমালা ২০১৮’ প্রকাশের মধ্য দিয়ে দমননীতির শেষ পেরেকটিও মেরে দিয়েছে সরকার।
‘প্রহসন বাদ দিয়ে জনগণের দাবি মেনে নিন। সময় থাকতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি মেনে নিন। খালেদা জিয়ার মুক্তি ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না।’
তিনি আরও বলেন: জনগণ শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচন চায় না। সংসদ বহাল রেখে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো কোনো নির্বাচন এই দেশে আর হবে না।
সংলাপের নামে প্রহসন বন্ধ করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘সালিশ মানবো, কিন্তু তালগাছ পুরোটাই আমার… এমন প্রহসন বন্ধ করুন। জনগণ এমন প্রহসন অবশ্যই প্রতিহত করবে।’
সাদা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান বলেন: ‘বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপর আমরা আস্থা রাখতে চাই, কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপর যে আস্থা রাখা যায় না, সেটা আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি। সাবেক বিচারপতি এসকে সিনহার প্রতি যে অবিচার করা হয়েছে, তিনি তা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। বিচার ব্যবস্থাকে একতরফা করে জনগণের আশার জায়গাটিকেও স্তব্ধ করে দেয়া হচ্ছে। আর এ সবকিছুই করছে আগামী একাদশ নির্বাচনকে একতরফা প্রহসনের নির্বাচন করার জন্য।’
অধ্যাপক মুজাদ্দিদ আলফেসানী বলেন: ‘গণতন্ত্র ধ্বংস হোক সেটা আমরা চাই না। অগণতান্ত্রিক সরকারের হাত ধরে কখনো একটি গণতান্ত্রিক সরকার আসতে পারে না। স্বাধীনতার মূল স্পিড গণতন্ত্রকে রক্ষা করার জন্য খালেদা জিয়ার মুক্তির কোনো বিকল্প নেই।’
অবস্থান ধর্মঘটে অধ্যাপক ড. মামুন আহমেদ, সুকমল বড়ুয়া, মাহফুজুল হক, জসীম উদ্দীন, হাসানুজ্জামানসহ প্রমুখ বিএনপিপন্থী শিক্ষক উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন