খালেদার মুক্তির ব্যাপারে আদালতই সিদ্ধান্ত দেবেন : আইনমন্ত্রী
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালত সাজা দিয়েছেন। তার কারামুক্তির বিষয়ে আদালতই সিদ্ধান্ত দেবেন। এখানে সরকারের কী করার আছে?
রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গণমাধ্যমে এসেছে সমঝোতা হলে খালেদা জিয়ার মুক্তি সম্ভব। এই অবস্থায় আসলে মুক্তি সম্ভব কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘দেখেন, আমি একটা কথা বলতে পারি- সেটা হচ্ছে যে, খালেদা জিয়াকে আদালত সাজা দিয়েছেন। আদালত তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। তার মুক্তির ব্যাপারে আদালতই সিদ্ধান্ত দেবেন।’
ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ পেছানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘উনারা (ঐক্যফ্রন্টের নেতারা) ইলেকশন কমিশনের কাছে তফসিল পেছানোর অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। এখন আমি যদি বলি যে, এটা সংবিধান পরিপন্থী। তাহলে তো এই চিঠিটা যাদের কাছে পৌঁছবে তাদের জবাব দেয়ার সুযোগ আর আমি দিলাম না। এটা ইলেকশন কমিশন বিবেচনা করবে এবং আমার বিশ্বাস সংবিধানে যেটা আছে সেই অনুপাতে ইলেকশন কমিশন তার সিদ্ধান্ত নেবে।’
নির্বাচনকালীন সময়ে ঐক্যফ্রন্টের কাউকে রাখার সিদ্ধান্ত আছে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কিন্তু ইতোমধ্যে বলেছেন, যেই সরকারটা আছে সেই সরকারটাই চলবে। তার কারণ হচ্ছে যেই ডেভেলপমেন্টের কাজগুলো শুরু করা হয়েছিল এই সরকারের আমলে সেইটা যেন কোনোমতেই ব্যাহত না হয়, সেটা তিনি অবশ্যই গুরুত্ব দেবেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক সাবেক বিচারপতি মুসা খালেদ ও আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন