খালেদার সফরে সরকারের সহায়তা চাইলেন আমীর খসরু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট সফর নির্বিঘ্ন করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকাল সোয়া আটটায় চেয়ারপারসনের গুলশানের বাসভবনের সামনে তিনি সাংবাদিকদের কাছে এ সহায়তার কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনী প্রচারণা সফর কিংবা দলের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে সিলেটে যাচ্ছেন না। তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করতে যাচ্ছেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধু সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নয়, দেশের যেকোন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’

এ সময় আমীর খসরু বলেন, ‘এক বছর আগে নির্বাচনী প্রচারণা অর্থহীন। এখনো নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি।’