খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করা হয়েছিল, অভিযোগ মির্জা আব্বাসের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশে স্লো পয়জনিং করা হয়েছিল বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ তোলেন।

মির্জা আব্বাস বলেন, ‘পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে একটা পরিত্যক্ত ভবন থেকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়নি। অনেকের সন্দেহ, সেদিন খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল।’

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মির্জা আব্বাস বলেন, ‘আজকে খালেদা জিয়া গুরুতর অসুস্থ। অবিলম্বে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পরামর্শ দিয়েছেন। কিন্তু সরকার অনুমতি দিচ্ছে না।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া কোনো অপরাধ না করেই আজকে আটক রয়েছেন। অথচ অপরাধ করেও আওয়ামী লীগের মহিউদ্দিন খান আলমগীর, হাজি সেলিমরা বাইরে। নিয়ম কিংবা আইন শুধু বিএনপির জন্য, আর অনিয়ম আওয়ামী লীগের জন্য। এ অন্যায়ের বেড়াজাল অবশ্যই ভেঙে তছনছ করে দিতে হবে।’

বিএনপির ভাইস চেয়রম্যান বরকত উল্লাহ বুলু বলেন, খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার অভাবে তার যদি কিছু হয়, তাহলে আওয়ামী লীগকে কেউ রক্ষা করতে পারবে না।

শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে মিলাদ মাহফিলে আরও অংশ নেন- বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ শ্রমিক দলের নেতারা।