খালেদা জিয়ার জন্মদিনে ময়মনসিংহের গৌরীপুরে ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রোববার (১৭ আগষ্ট) দুপুরে গৌরীপুর উপজেলা, পৌর ও গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত। সঞ্চালনা করে গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জিকু সরকার।
সভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার আকাশ, সদস্য তাওহিদুল ইসলাম হৃদয়, মোকছেদুল মোমেন, গৌরীপুর পৌর ছাত্রদলের সদস্য মো. তানভীর আহমেদ, শাহীনুল ইসলাম হৃদয়, পৌরসভা ২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তোফাজ্জল হোসেন, বোকাইনগর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাহিন আলম।
ইসলামাবাদ ফাজিল মাদরাসা ছাত্রদলে সভাপতি শেখ মোহাম্মদ রিফাত, বিএম কলেজ ছাত্রদল সভাপতি রিপন মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্স ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন