খালেদা জিয়া’র নামে মেয়েদের ক্রিকেট কিংবা ফুটবল টূর্নামেন্ট করবে বিএনপি: আমিনুল হক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/11/IMG-20241116-WA0003-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে খুব শীঘ্রই মেয়েদের ক্রিকেট কিংবা ফুটবল টূর্নামেন্ট শুরু করবে বিএনপি।
তিনি বলেন,বাংলাদেশে মেয়েদের ক্রিকেট এবং ফুটবল খেলা দুটি অত্যন্ত জনপ্রিয়।সেই জনপ্রিয়তাকে লক্ষ্য রেখেই চলমান টূর্নামেন্টের পরেই আমাদের প্রিয় নেত্রীর নামে ক্রিকেট কিংবা ফুটবল টূর্নামেন্ট শুরু করবো আমরা।
শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় ফরিদপুর স্টেডিয়ামে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় খেলার উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।
আয়োজিত টি-টুয়েন্টি ফরম্যাটের এ টুর্নামেন্টের উদ্বোধনে যোগ দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
আমিনুল হক বলেন,স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ক্রিকেট খেলা শুরু করেছি,এর আগে আমরা আরাফাত রহমান কোকো’র নামে টূর্নামেন্ট করেছি।
তিনি বলেন,বাংলাদেশের আনাচে কানাচে তৃনমুল লেভেল থেকে এই খেলাধুলার মাধ্যমেই আমরা ভালো খেলোয়াড় বাছাই করে তুলে নিয়ে আসতে পারবো।এটাই হচ্ছে আমাদের লক্ষ্য।
আওয়ামী স্বৈরাচার সরকারের সমালোচনা করে জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন,গত দেড় দশকে শেখ হাসিনার সরকার দেশের যুবসমাজকে বিপথগামী পথে নিয়ে ধ্বংস করে দিয়েছে,দেশের অনেক যুবসমাজ মাদকে আসক্ত হয়ে পড়েছে; সেই যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাঠে ফিরিয়ে এনে তাদেরকে একটা সুন্দর জীবনে নিয়ে আসাই আমাদের আরেকটি লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম গোল্লা,বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জহিরুল ইসলাম শাহজাদা মিয়া,বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু,কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ,কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল,রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন,যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মাহাবুবুল হাসান পিংকু,জেলা বিএনপি আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা,সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
ফরিদপুর বিভাগের পাঁচটি জেলার ক্রিকেটারদের নিয়ে লাল ও সবুজ দলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিত ১২টি দলকে নিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে অংশ নিবেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন