খালেদা জিয়ার সুচিকিৎসার দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের বিক্ষোভ

সাবেক প্রধানমন্ত্রী,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামের মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলােদশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নয়দুয়ারিয়া এলাকায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন টিটুর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়েছে।

মিরসরাই উপজেলা,পৌর ও বারইয়ারহাট পৌর ছাত্রদলের উদ্যেগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, উপজেলা ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন, শামীম হোসেন, প্রিয়ন্ত দাশ, মোঃ পারভেজ, মাঈন উদ্দিন, বারইয়ারহাট পৌর ছাত্রদল নেতা শাফায়েত শুভ, তানবীর নিশাত, ফখরুল ইসলাম, সালাউদ্দিন, মঈনুদ্দিন, তসলিম সহ নেতৃবৃন্দ।