খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা মহানগর উত্তরে দোয়া মাহফিল

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল করেছে বিএনপি।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার বাদ আসর ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পল্লবী ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে বাদ আসর পল্লবী রুপনগর থানা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক।

মহানগর, থানা ও বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

কাফরুলে বিএনপির দোয়া মাহফিলে বিএনপির নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের সঙ্গে কেন্দ্রীয় সদস্য তরিকুল ইসলাম তেনজিং উপস্থিত ছিলেন।

মোহাম্মদপুরে ৩৩নং ওয়ার্ডের বছিলার ফিউচার হাউজিং ৪০ ফিট সড়কের আলী মোল্লা জামে মসজিদে দোয়া মাহফিলে থানা বিএনপির আহবায়ক শুক্কুর মাহমুদ, যুগ্ম আহবায়ক এমএস আহমাদ আলী, বিএনপি নেতা মান্নান হোসেন শাহীন, ওসমান গণি সেন্টু,জহিরুল ইসলাম অপু, নুরুল ইসলাম, আব্দুল মান্নান (ছোট) সহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আদাবর থানা বিএনপির দোয়া মাহফিলে অংশ নেন সিনিয়র যুগ্ম আহবায়ক সাদেক হোসেন স্বাধীন, যুগ্ম আহবায়ক কামাল হোসেন সরকার, আবুল কালাম আজাদ,৩০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালাম হাওলাদার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস ও সহসভাপতি আনোয়ার হোসেনসহ থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ প্রমুখ।

তেজগাঁও এ দোয়ায় থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান কবির,এ্যাড দুলাল, কাজী বাবু, আব্দুল হাই, মোঃ ইমন, কাজী মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

তুরাগ থানা ও ৫২,৫৩,৫৪ নং ওয়ার্ডের দোয়া মাহফিলে থানা আহবায়ক মোঃ আমানুল্লাহ ভূইয়া, যুগ্ম আহবায়ক রফিক মিয়া বাবু, ৫২ নং ওয়ার্ড সভাপতি মজিবুর রহমান, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৫৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কবির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিন্নত আলী,সঞ্চালনায় ছিলেন ৫২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবি সিদ্দিক।

ভাটারা থানা ও ১৭, ৩৯, ৪০নং ওয়ার্ড বিএনপির দোয়া অংশ নেন মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহবায়ক আতাউর রহমান চেয়ারম্যান, মোহাম্মদ আলী, মোঃ সেলিম মিয়া প্রমুখ।