খালেদা জিয়া কোথায় মুক্তিযুদ্ধ করেছেন বলতে হবে : মায়া
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/03/images-9.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলা হচ্ছে। কিন্তু ১৯৭১ সালে তিনি কোথায় মুক্তিযুদ্ধ করেছেন তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
সোমবার বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানতে চান।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভায় গণভবন থেকে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভাপতিত্ব করেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খালেদা জিয়া প্রথম মহিলা বীর মুক্তিযোদ্ধা। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা। এদের ওপর আল্লাহর গজব পড়ুক। আমি মির্জা ফখরুলের কাছে জানতে চাই ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের আগ পর্যন্ত খালেদা জিয়া কোথায় ছিলেন, কোথায় মুক্তিযুদ্ধ করেছিলেন।
এটা তাদের বলতে হবে। তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা কোথায় আকাশের কোথায় পাতাল।
বিএনপি নেতাদের উদ্দেশ্যে মায়া আরও বলেন, ভালো হয়ে যান এখনো সময় আছে। ষড়যন্ত্র করছেন এদিন আর নেই ষড়যন্ত্র সফল হবে না।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন