খালেদা জিয়ার অসুস্থতায় চবি শিক্ষকদের উদ্বেগ
কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ।
মঙ্গলবার চবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাধীনতা, জাতীয়তাবাদ, ধর্মীয় মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ গণতন্ত্রের সংগ্রামে আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু কারামুক্তি ও অসুস্থতায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।
গত ২৯ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বরাতে বিভিন্ন দৈনিক থেকে আমরা বেগম খালেদা জিয়ার তীব্র অসুস্থতার খবর জানতে পারি। আমরা মনে করছি, তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রীর সুচিকিৎসা গ্রহণ করার অধিকার রয়েছে তাঁর পছন্দ মতো চিকিৎসকের কাছে। তা ছাড়া আমরা তাঁর রোগ মুক্তির সাথে সাথে সাবেক এই প্রধানমন্ত্রীর নিঃশর্ত মুক্তি কামনা করছি। তাঁর সাথে মানবিক আচরণ করারও অনুরোধ করছি।
আমরা আশা করছি সরকার তাঁকে দ্রুত মুক্তি দিয়ে সুচিকিৎসা নিশ্চিতকরণে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।’
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে তাঁকে সেখানে রাখা হয়। এর দুই মাস পর স্বাস্থ্য পরীক্ষার কথা বলে গত ৭ এপ্রিল তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়। দুই ঘণ্টার বেশি স্বাস্থ্য পরীক্ষার পর দুপুর দেড়টার দিকে সাবেক প্রধানমন্ত্রীকে ফের পুরান ঢাকার নাজিমুদ্দীন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন