খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল
শাহাবুদ্দিন শিহাব : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে।
উত্তরা হাউজ বিল্ডিং এর প্রধান সড়ক প্রদক্ষিণ করে আযমপুর পর্যন্ত যায় মিছিলটি। মিছিলে নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মামলা প্রত্যাহার সহ তার সু চিকিৎসা দাবীতে বিভিন্ন ধরনের স্লোগানে স্লোগানে আশপাশ মুখরিত করে তোলে।
মিছিলটির নেতৃত্ব দেন সাবেক ছাত্রনেতা স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর সভাপতি ফখরুল ইসলাম রবিন ও সাধারন সম্পাদক গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ।
মিছিলে অন্যান্য নেতৃবৃন্দুর সাথে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর সিনিয়র সহ সভাপতি হাজী হারুনুর রশীদ, যুগ্ন সম্পাদক আজিজুর রহমান মুছব্বির, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, থানার নেতৃবৃন্দ মধ্যে আনোয়ার হোসেন, মিজানুর রহমান মিজান, মোস্তফা কামাল হৃদয়, আবদুর রশীদ, হানিফ তপন, জহির রায়হান, মনসুর আহমেদ মাসূম, হানিফ, তানজিম, মোঃ আনোয়ার, মিলন জাহান, মিজান, আঃ হাকিম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন