খালেদা জিয়া রাজাকারের মা : ইনু
জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে এক পাল্লায় মাপলে চলবে না। খালেদা জিয়া রাজাকারের মা ও সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক।
বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, দেশবাসীকে সিদ্ধান্ত নিতে হবে দেশ কোন দিকে যাবে। যখন রাজাকাররা ক্ষমতায় ছিল তখন বিভিন্ন জায়গায় জঙ্গী হামলা হয়েছিল। চিহ্নিত রাজাকারদের মন্ত্রী বানানো হয়েছিল। আমি চাই না দেশে কোন সামরিক সরকার আসুক, ভুতের সরকার আসুক বা রাজাকার সমর্থিত সরকার আসুক।
স্থানীয় রাজনীতির বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন। তিনি ভাল জানেন কোন জায়গায় কাকে মনোনয়ন দিতে হবে।
উপজেলা জাসদের সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বক্তব্য প্রধান বক্তা ছিলেন সাবেক সাংসদ ও কেন্দ্রীয় জাসদের স্থায়ী কমিটির সদস্য এডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন। এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের স্থায়ী কমিটির সদস্য অভিনেতা নাদের চৌধুরী, সহ সভাপতি শফিউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান প্রমূখ।
এর আগে মন্ত্রী উপজেলার বড়াইলের খারঘর গণকবরে শ্রদ্ধা নিবেদন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন