খুলনায় অনুষ্ঠিত হলো ১২তম গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা

খুলনায় সম্পন্ন হয়েছে ১২তম গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ ও গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কারিগরি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে এইচ আর এইচ প্রিন্স আগা খান মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৪র্থ, ৫ম, ৭ম ও ৮ম শ্রেণির মাদ্রাসা ও স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া পরীক্ষা বেলা ১২টার দিকে শেষ হয়।
পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির দায়িত্বে ছিলেন ফারিদ আহামদ, মো. সাহেব আলী সরদার, আবুল কালাম গাহী, মনির চৌধুরী ও আবদুল্লাহ আল মামুন। তারা জানান, এ বৃত্তি পরীক্ষা শুধু প্রতিযোগিতা নয়, বরং প্রজন্মকে সঠিক শিক্ষা ও নৈতিকতায় উদ্বুদ্ধ করার এক বিশেষ প্রয়াস।
অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করেন আওলাদে রাসুল, সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম, রাহনুমায়ে শরীয়ত ও তরীকত আলহাজ্ব হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আওলাদে রাসুল, নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (এফ), ম্যানেজিং ট্রাস্টি, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (DIRI)।
আয়োজন করে মাইজভাণ্ডারী ফাউন্ডেশন এবং সার্বিক সহযোগিতা দেয় দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (DIRI)।
বক্তারা আশা প্রকাশ করেন, এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান নয়, বরং নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে আলোকিত হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন