সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে
খুলনায় অস্বচ্ছল পত্রিকা সরবরাহকারীকে বাইসাইকেল প্রদান
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সাংগঠনিক সভা, মানবিক সহায়তা প্রদান ও দোয়া মাহফিল (০৯ আগস্ট) রাতে সোনাডাঙ্গার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের খুলনা মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব গাজী আলাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু’র সঞ্চালনায় সভার শুরুতে ২০২৩-২৪ মেয়াদের উপদেষ্টা প্যানেল এবং নির্বাহী পরিষদের সম্মানিত সদস্যদের পরিচয়পত্র ও সার্টিফিকেট হস্তান্তর করা হয়। সভা থেকে সংগঠনের নিয়মিত মানবিক কার্যক্রম হিসেবে অস্বচ্ছল একজন পত্রিকা সরবরাহকারীকে নতুন একটি বাইসাইকেল প্রদান করা হয়।
সভার দ্বিতীয় পর্বে সংগঠনের খুলনা মহানগর কমিটির সম্মানিত হাজ্ব সদস্যদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সংগঠনের হাজ্ব সদস্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আলহাজ্ব রোটাঃ ইঞ্জিঃ রুহুল আমিন হাওলাদার ও আলহাজ্ব ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ, সহ-সভাপতি আলহাজ্ব রোটাঃ সরদার আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির বালী, নির্বাহী সদস্য আলহাজ্ব কাজী কামরুল ইসলাম কচি ও আলহাজ্ব মোঃ রবিউল আলম। এসময় হাজ্ব সাহেবদের নিয়ে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন সংগঠনের মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ আরিফসহ সাংবাদিক মোঃ হাসানুর রহমান তানজির, আজাদুল হক আজাদ, আব্দুর রাজ্জাক জোদ্দার, মোঃ বদিউজ্জামান লাবলু, সাংবাদিক একরামুল হোসেন লিপু, মোঃ হুমায়ুন কবীর, বিমল মল্লিক, ডাঃ সাইফুল্লাহ মানছুর, অসীম কুমার বিশ্বাস, মোঃ হেলাল উদ্দিন, অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান, ইনামুল হক সবুজ, মেহ্দী হাসান, পিযুষ চন্দ্র গোমস্তা, কাজী আব্দুল মান্নান, মোঃ আকবর আলী, মোঃ ইমরান পারভেজ, মোঃ লিটন হোসেন, মোঃ ফিরোজ আহমেদ প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন