খুলনায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রম, পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার

খুলনা সদর থানার পুলিশ সম্প্রতি একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যক্রমে জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে। এই অভিযান বুধবার (০১ অক্টোবর) রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় হোটেলের ভেতরে অসামাজিক কার্যক্রম চলছিল। অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: মোঃ আরিফুল ইসলাম (২৯), শারমিন (২৫), রোকসানা খাতুন (২৬), হালিমা খাতুন (২৪), শরিফা বেগম (২৫) এবং সানজিদা আক্তার (২৩)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। অভিযানের মাধ্যমে এ ধরনের কার্যক্রম বন্ধ করা এবং সমাজে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা পুলিশির লক্ষ্য।

স্থানীয়রা জানিয়েছেন, এই অভিযান স্থানীয়দের মধ্যে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি জাগিয়েছে। পুলিশের তৎপরতা আগামী দিনেও চলবে বলে তারা আশ্বস্ত করেছেন।