খুলনায় কেএমপি ট্রাফিক বিভাগে নগরবাসীকে সচেতন করতে উদ্যোগী

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালাচ্ছে। সোমবার (২৪ নভেম্বর) সোনাডাঙ্গা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোটরযান ও ইজিবাইক চালকদের সচেতন করা হয়।
অভিযানের সময় চালক ও যাত্রীদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়—অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না, ইজিবাইকের ডান পাশে লোহার রড ব্যবহার করতে হবে, ডান পাশ থেকে যাত্রী উঠানো বা নামানো যাবে না, ডাবল লেনে গাড়ী রাখা যাবে না, অতিরিক্ত গতিতে গাড়ী চালানো যাবে না, স্কুল ও কলেজের সামনে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যাত্রীদের সাথে সদয় আচরণ করতে হবে।
ইজিবাইক চালকদের ডান ও বাম পাশে যাত্রী নেওয়া থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। একই সঙ্গে বলা হয়, যদি এই নির্দেশনা না মানা হয় তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই সচেতনতা কার্যক্রমে উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার হোসেন আহম্মদসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
কেএমপি জানিয়েছে, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে দুর্ঘটনা রোধ হয়, যানজট কমে এবং নগরবাসী ট্রাফিক আইন মেনে নিরাপদে চলাচল করতে পারে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন














