খুলনায় ডিজিটাল মিডিয়া কর্মীদের দিনব্যাপী মিডিয়া ক্যাম্পেইন

ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত মিডিয়া কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা সচেতনতা এবং আধুনিক সাংবাদিকতার কর্মপদ্ধতি নিয়ে খুলনায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী “মিডিয়া ক্যাম্পেইন–২০২৫”।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (বিজেপিসি) আয়োজনে নগরীর হোটেল এম্বাসেডর কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল–১৯ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সার্বিক সহযোগিতায় কোলাবোরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড–৩ এর আওতায় ধ্রুব অ্যালায়েন্স (ধ্রব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ) এ অনুষ্ঠানে অংশীদার হিসেবে কাজ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও কালের কণ্ঠের রিপোর্টার কৌশিক দে। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক, গ্লোবাল টেলিভিশনের বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক মোতাহার রহমান বাবু।

অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও প্রধান কার্যনির্বাহী সদস্য মোস্তফা জামান পপলু, বাসস খুলনা প্রতিনিধি ও সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নুরুজ্জামানম এসএ টিভির খুলনা বিভাগীয় প্রধান ও সহ–সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম কাজল, সময় টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আব্দুল্লাহ এম রুবেল, ধ্রুব অ্যালায়েন্সের টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক।

অনুষ্ঠানে ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিকদের জন্য- সাইবার নিরাপত্তা, আইনগত সচেতনতা, পেশাগত নিরাপত্তা, মোবাইল জার্নালিজম (মোজো) এবং আধুনিক ডিজিটাল গল্প বলার কৌশল—এসব বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন মোতাহার রহমান বাবু ও মোস্তফা জামান পপলু।

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির সাংবাদিকরা কীভাবে বিভিন্ন অনুদান, সুরক্ষা সহায়তা এবং প্রশিক্ষণ সুবিধা পেতে পারেন—সে বিষয়ে গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

কর্মশালায় খুলনার বিভিন্ন গণমাধ্যমের ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন— সিডাব্লিউএফ-এর অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইভানা আরফিন, মনিরুল ইসলাম, প্রশান্ত কুমার মণ্ডল, এবং কমিউনিটি ফোরামের সদস্যরা।

আয়োজকরা বলেন— বর্তমান সময়ে ডিজিটাল সাংবাদিকতা যেমন দ্রুত বিকশিত হচ্ছে, ঠিক তেমনি বেড়েছে অনলাইন নিরাপত্তা চ্যালেঞ্জ। তাই সাংবাদিকদের সুরক্ষা, দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল অধিকার নিশ্চিত করতে এই ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দিনব্যাপী এই ক্যাম্পেইন অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।