খুলনায় মাদক ব্যবসায়ীর বোতলের আঘাতে কপালে তিন সেলাই পুলিশ সদস্যের

খুলনায় মাদক ব্যবসায়ীর আঘাতে পুলিশ সদস্যের কপাল ফেটেছে। রক্তাক্ত জখম পুলিশ সদস্যকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত পৌনে ১০টায় খুলনা সদর থানা এলাকায়।

কেএমপির গোয়েন্দা সুত্রের জানা গেছে, খুলনা থানার এসআই হাসান এর নেতৃত্বে খুলনা থানাধীন বার্মাশিল রোডস্থ হিজড়া গলিতে ডিউটি করাকালিন ১০ লিঃ বাংলা মদসহ মদ্যপান অবস্থায় বিল্লাল হোসেন (২১) পিতা মৃত সরোয়ার, সাং মিস্ত্রিপাড়া খুলনাকে গ্রেপ্তার করাকালীন সময় বিল্লাল মাদের বোতল দিয়ে পুলিশ কনস্টেবল মোল্লা জিয়া উদ্দিনের কপালে আঘাত করলে পুলিশ কনস্টেবল রক্তাক্ত জখম হয়।

পরবর্তীতে দ্রুত খুলনা মেডিকেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার ৩টি সেলাই দিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এ ব্যাপারে খুলনা থানার পক্ষ থেকে কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি।