খুলনার কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

খুলনার কয়রা উপজেলায় যথাযোগ্য মর্যাদার সাথে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কয়রা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কয়রা থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক, মুক্তিযোদ্ধা মাওলা বকস, এবং উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।