খুলনার কয়রা রিপোর্টার্স ইউনিটির কমিটি বিলুপ্ত, ৩ সদস্যের নির্বাচন কমিটি গঠন
খুলনার কয়রা রিপোর্টার্স ইউনিটির (কেআরইউ) বিশেষ সাধারণ সভায় কেআরইউ’র মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) বিকেল ৫ টায় কেআরইউ’র নিজস্ব কার্যালয়ে কেআরইউ’র সভাপতি ওবায়দুল কবির সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় কমিটির সকলের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় রকিব হাসানকে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন করা হয় এবং
আলাউদ্দিন হোসেন ও ধিরাজ রায়কে নির্বাচন কমিশনার নিযুক্ত করে কেআরইউ’র নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিটি আগামী ১৫ দিনের মধ্যে কেআরইউ’র নির্বাচনের প্রক্রিয়া শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন- সাংবাদিক জহুরুল ইসলাম, এ্যাড. আবু বক্কর সিদ্দিক, ইকবল হোসেন, শামসুর রহমান, আলামিন ইসলাম, আতাউর রহমান, সাব্বির হোসেন, শুভ মন্ডল, ফয়সাল হোসেন, মুকুল হোসেন, রিপন আহম্মেদ প্রমুখ৷
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন