খুলনার পাইকগাছায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন মাও. আবুল কালাম আজাদ

পাইকগাছা উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা-কার্যক্রমের সার্বিক পরিস্থিতি জানতে বিভিন্ন স্কুল ও মাদ্রাসা পরিদর্শন করেন বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। মঙ্গলবার (৭ জানুয়ারি) পাইকগাছার স্থানীয় গুণীজন ও দায়িত্বশীলদের সাথে নিয়ে এসকল স্কুল- মাদ্রাসা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে এসকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের নিরাপদ স্যানিটেশনর জন্য বিভিন্ন বিদ্যালয়ে স্যানিটারি কার্যক্রমের উদ্বোধন শেষে বিভিন্ন স্থানে পথসভা এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আমির, বিভিন্ন ইউনিয়নের আমিরসহ স্থানীয় দায়িত্বশীলগণ।